বাংলার নতুন গর্ব! গানের জগতে মঞ্চ কাপাচ্ছে অশোকনগরের ছেলে আয়ুষ মজুমদার

আয়ুষ মজুমদার

কিছু মাস আগেই ঠাকুমার পাশে বসে বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অশোকনগরের ছোট্ট ছেলে আয়ুষ মজুমদার। তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে নেটিজেনদের। অশোকনগরের এক শান্ত গলি থেকে ভেসে আসা গানের সুর আজ গোটা বাংলার মঞ্চ কাপাচ্ছে।

এবার জনপ্রিয় গানের রিয়েলিটি শো তে গান গেয়ে সকলের মন জয় করছে। জি বাংলাসোনার চ্যনেলে “সোনার জলসাঘর” গানের শোয়ে নিজের প্রতিভার যাদু ছড়াচ্ছে ছোট্ট আয়ুষ। বাবা অনিমেষ মজুমদার ও মা অর্পিতা মজুমদারের তত্ত্বাবধানেই সঙ্গীতের প্রথম পাঠ নিয়েছে আয়ুষ।

আয়ুষের বাবা অনিমেষও একজন সঙ্গীতপ্রেমী, অন্যদিকে আয়ুষের মা একসময় সঙ্গীত নিয়ে পড়াশোনা করলেও সংসারের কারণে থেমে গিয়েছিল তার স্বপ্ন। বাবা-মায়ের সেই অপুর্ণ স্বপ্নই পূরণ করছে ছেলে আয়ুষ।

অশোকনগরের নতুন গর্ব আয়ুষ মজুমদাও। আয়ুষের সুরেলা কণ্ঠকে শুভেচ্ছা জানাতে এলাকার নানা জায়গায় পোস্টারে দেখা মিলছে আয়ুষের জন্য শুভেচ্ছা বার্তা।

Previous articleপাওয়ারফুল 51 টি মন্ত্র জপেই যেকোনো ইচ্ছে পূরণ
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।