TRP-র দিক থেকে বিচার করলে বাংলার সেরা ধারাবাহিক ‘মিঠাই’। কারণ প্রথম থেকেই TRP-র শীর্ষ স্থান দখল করে রেখেছে। শুধু এবার বাংলা নয় রয়েছে ওপার বাংলায়ও ‘মিঠাই’ এর জনপ্রিয়তা। তবে এবার ওপার বাংলার অনুরাগীদের কাছে বেশ কটাক্ষ এবং সমালোচনা হয় মিঠাই ধারাবাহিকটি নিয়ে।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, নায়ক সিদ্ধার্থকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিল গোটা মোদক পরিবার। আর সেই অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি। এপিসোড দেখার পর থেকে বেশ ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশি অনুরাগীরা। কারণ তাদের মতে তাদের দেশের জাতীয় সংগীতকে অপমান করা হয়েছে ধারাবাহিকে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই জাতীয় সংগীত ব্যবহারের সময় ধারাবাহিকের নায়িকা মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু একপাশে দাঁড়িয়ে থাকলেও বাকিরা সকলেই পায়ের উপর পা তুলে চেয়ারে বসেছিল। এই গানের সময় সকলের উঠে দাঁড়ানো উচিত ছিল। এমনটাই মন্তব্য বাংলাদেশি অনুগামীরা। সেই ক্ষোভে ‘মিঠাই’ ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছেন তারা।
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/bangladeshi-fans-of-mithai-are-boycotting-the-serial-13215