বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা! এবার হাতের লেখার জন্য বিশ্বরেকর্ড গড়ল এই ভারতীয় ছাত্র

সুন্দর হাতের লেখা

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়ে এক ছাত্রীর সুন্দর হাতের লেখা। নেপালের প্রকৃতি মাল্লা নিজের হাতের লেখার জন্য বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড গড়ে ভারতের এক ছাত্র। মেয়েদের হাতের লেখার লড়াইয়ে নেপাল বাজিমাত করেছে, অন্যদিকে ছেলের হাতের লেখার লড়াইয়ে সেই সম্মান অর্জন করল বেঙ্গালুরুরের ছাত্র।

‘ওয়ার্ল্ড হ্যান্ড রাইটিং কনটেস্টে’ (World Handwriting Contest) জয়ী হয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার কৃতিত্ব অর্জন করেছে বেঙ্গালুরুরের রেমন স্মিথ রিচার্ড (Raymon Smith Richard)। এই স্বীকৃতি অর্জন করে গোটা ভারতে মুখ উজ্জ্বল করল সে।

রেমন স্মিথ রিচার্ড

২০২০ সালের এই কম্পিটিশনে ফাংশনাল হ্যান্ড রাইটিং গ্রুপের প্রি-টিনস ক্যাটেগরি অর্থাৎ ৮-১২ বছরের দলে সেরা হয়েছে রেমন। সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। সেই সময় এই বালক তৃতীয় শ্রেণীতে পড়ত। বর্তমানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে সেরার আসন লাভ করেছে রেমন।

রেমন স্মিথ রিচার্ড

রেমনের মা জানিয়েছেন, “সবাইকে টেক্কা দিয়ে জয়লাভ করা সত্যিই খুব কঠিন ছিল। লকডাউনে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য অতিরিক্ত সময় পায় তার পুত্র। লকডাউনের সময় হাতের লেখার পিছনে ১ ঘণ্টা সময় ব্যয় করত রেমন”। প্রসঙ্গত তার মা পেশায় একজন ক্যালিগ্রাফি শিক্ষিকা এবং গ্রাফোলজিস্ট।

তবে এখানেই শেষ নয়, রেমন আগামী দুইবছর এই কম্পিটিশন জিততে চায়। কারণ একটানা এই পরীক্ষায় তিন বছর জিতলে ‘লাইফটাইম বিজেতা’র খেতাব দেওয়া হয়। তাই আপাতত সেই আসন জয় করার লক্ষ্যে রেমন।

Source: bongtrend . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here