‘ক্যারিয়ারে যত নামডাক বাড়ছে, বন্ধুর সংখ্যা তত কমছে’, বললেন ‘কৃষ্ণকলি’র খ্যাত অভিনেত্রী অনন্যা গুহ

"The more fame there is in a career, the less friends there are," says Ananya Guha, the famous actress of 'Krishnakali'.

জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অনন্যা গুহ। ধারাবাহিকে ‘মুন্নি’ ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। বয়স খুব বেশি নয় তার। এখনো স্কুল পড়েন অনন্যা। পড়াশুনোর পাশাপাশি অভিনয় জগতও সামলাচ্ছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে বন্ধুবান্ধবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল ছোটপর্দার মুন্নি ওরফে অনন্যাকে। একশ্রেণীর বন্ধুবান্ধবের উপর রাগ প্রকাশ করেছেন। অভিনেত্রী আক্ষেপের সাথে জানায়, “স্কুলে একসময় তার অনেক বন্ধু ছিল। ধারাবাহিকে জনপ্রিয়তা বাড়ার পর ধীরে ধীরে তারা অভিনেত্রীর কাছ থেকে সরে যান। অভিনেত্রী মনে করেন হয়তো তাদের বাবা-মায়েরা বারণ করার জন্যই নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন”।

অভিনেত্রী আরও জানিয়েছেন এখন তার দুজন প্রিয় বন্ধু রয়েছে যারা স্কুলেরই। তারাই পড়াশোনার বিষয় সাহায্যে করেন তাকে। অভিনেত্রী অনন্যা গুহ-র এই মন্তব্য অনেকেই সমর্থন জানিয়েছেন। তারা অনুরাগীরা কমেন্ট করে লেখেন, সাফল্য পেতে শুরু করলে আশেপাশে লোকজনের সংখ্যা কমতে থাকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here