মায়ের কোলে থাকা ছোট্ট রাজকন্যা বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী! বলুন তো কে?

অপরাজিতা ঘোষ দাস

ছোটবেলার ছবি সামনে আসতেই মনে পড়ে যায় ছোটবেলার মধুর স্মৃতির কথা। তেমনই ছবিতে থাকা এই খুদে রাজকন্যাকে চিনতে পারছেন? সম্প্রতি ছোটপর্দার এক অভিনেত্রীর ছোটবেলার একটি ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়। অভিনেত্রীর ফ্যান পেজের তরফ থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে রাজকন্যার সাজে সেজে রয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর ছেলেবেলার ছবিটি এক পলকে দেখলে বুঝতেই পারবেন না এই ছোট্ট মেয়েটি বর্তমানে বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্র দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন। মায়ের কোলে থাকা ছোট্ট মেয়েটি হলেন অপরাজিতা ঘোষ দাস।

অপরাজিতা ঘোষ দাস

যাকে এই মুহূর্তে ‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনী চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শক। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দা এবং ওয়েব সিরিজেও সমানভাবে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী অপরাজিতা।

কেরিয়ারের শুরুতেই সোহা আলি খানের সঙ্গে ‘ইতি শ্রীকান্ত’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন  । অপরাজিতা। এরপর এখানে আকাশ নীল, একদিন প্রতিদিন, এক্কাদোক্কা সহ বহু সিরিয়ালে অভিনয় করেন অপরাজিতা।