ছবিতে লাল সোয়েটার পরা ছোট্ট মেয়েটি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, কে বলুন তো?

অন্বেষা হাজরা

মাঝেমধ্যেই টেলিপাড়ার অভিনেতআ-অভিনেত্রীরা তাদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন, যা নিয়ে অনুরাগীদের কৌতুহল কিছু কম না। তেমনই একটি ছবি শেয়ার করলেন টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা।

ছবিতে থাকা লাল সোয়েটার পরা ছোট্ট মেয়েটি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী।চিনতে পারছেন? সঙ্গে তার আরও ভাই-বোনেরাও রয়েছেন। কাজ করেছেন বড় পর্দাতেও।

বর্ধমানের মেয়ে, কলকাতায় এসে সাইকোলজিতে অনার্স পড়ছেন যোগমায়া কলেজে। যদিও বরাবর অভিনেত্রী হতেই চেয়েছিলেন তিনি। টেলিপাড়ার এই নায়িকা হাসি-খুশি বলেই পরিচিত। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে।

ইনি হলেন অভিনেত্রী আসলে অন্বেষা হাজরা। সম্প্রতি অন্বেষা তার ছোটবেলার কিছু ছবি শেয়ার করেছেন নেট দুনিয়ায়। ক্যাপশনে অন্বেষা লেখেন, সকাল সকাল বাবা আমায় এই ছবিটা পাঠালো…আমারো বেশ লাগলো…একটা বেশ বেবি লুনিটুন্স মার্কা ব্যাপার ছিল তখন…আমরা সবাই ছোট ছিলাম…তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম…ওই সময় আমি শাহরুখ খানের মতো দেখতে ছিলাম।

বর্তমানে আনন্দী সিরিয়ালে অন্বেষাকে অভিনয় করতে দেখছেন দর্শক। এর আগে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে ঋত্বিকের সঙ্গে দেখা গিয়েছিল, যেটি দারুণ জনপ্রিয় হয়।

অন্বেষা হাজরা