দুর্গামূর্তির সামনে বসে থাকা একরত্তি শিশুটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, কে বলুন তো?

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একরত্তি একটি শিশুর ছবি। এই শিশুটি নাকি বর্তমানে বাংলা সিরিয়ালের প্রথম সারির নায়িকা। প্রতি নিয়ত তাকে নিয়ে চর্চা হয় ভক্তদের মধ্যে। তার ধারাবাহিক এখন দর্শকের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে। চেনেন তাঁকে?

ছবিতে দেখা যাচ্ছে দুর্গামূর্তির সামনে এক মহিলার কোলে বসে রয়েছে একটি ছোট মেয়ে। কোঁকড়া চুল। পরনে লাল ফ্রক। শৈশবের ছবি দেখে টেলি পাড়ার এই নায়িকাকে চেনা দায়।

আসলে ছবিটি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যাকে এই মুহূর্তে দর্শক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা হিসাবে চেনেন। বহু বছর আগে কোনও এক পুজোর সময় দিতিপ্রিয়া তার শৈশবের ছবি নিজের সামাজিক একাউন্টে পোস্ট করেছিলেন।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

বর্তমানে দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছে অপর্ণা চরিত্রটি। তাই কোনও এক ফ্যান পেজ থেকে এই ছবিতে পোস্ট করা হয়। তবে অনেকেই দিতিপ্রিয়ার শৈশবের ছবি দেখে চিনে উঠতে পারেনি।