ছবিতে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বাবার কোলে থাকা এই খুদে বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

দেবাদৃতা বসু

ছবিতে সমুদ্রের ঢেউয়ের মাঝে বাবার কোলে থাকা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই ছোট্ট খুদে এখন অনেকতাই বড়। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। একাধিক হিট মেগা রয়েছে নায়িকার ঝুলিতে।

জি বাংলার জনপ্রিয় মেগার হাত ধরে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়ে এসেছেন। শুধু অভিনয় নয় নাচেও তিনি দারুণ পারদর্শী। অভিনেত্রীর বাবা সঞ্জয় বসুও পেশায় একজন অভিনেতা, বাংলা সিরিয়ালের পরিচিত মুখ।

অভিনয়ের সাথে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। প্রেমিকের সঙ্গে তার বয়সের ফারাক অনেকটাই। প্রেমিকও বিনোদন দুনিয়ার মানুষ। এবার চিনতে পারলেন নায়িকা কে?

ইনি হলেন দেবাদৃতা বসু। এদিন বাবার জন্মদিন উপলক্ষ্যে বাবার সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করেন দেবাদৃতা। ‘জয়ী’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে পরিচিতি পান অভিনেত্রী। সর্বশেষ ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ‘নীলু’ চরিত্রে অভিনয় করেন দেবাদৃতা।