ছবিতে দিদার সাথে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে এই খুদে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

রনিতা দাস

ছোটবেলাকার ছবি শেয়ার করা এখন যেমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনি শৈশবের মধুর স্মৃতি আরও একবার উল্টিয়ে দেখা। ছোটবেলার স্মৃতিকে আঁকড়ে ধরে দিদার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী।

দিদার সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘তুমি শুধু আমার দিদা ছিলে না, তুমি ছিলে আমার শক্তি, আমার আশ্রয়, আমার নীরব প্রার্থনা। তোমার ভালোবাসা আমার মধ্যে আজও রয়েছে। আমাকে আজও তুমি বুঝিয়ে দাও যে আমি একা নই, আমার সঙ্গে তুমি আছো সবসময়।’

ছবি দেখে কারোর বোঝার সাধ্য নেই যে এই খুদে মেয়েটি আজ টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। ইস্টিকুটুম ধারাবাহিকে অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। দর্শক আজও তাকে ‘বাহামনি’ নামেই বেশি চেনেন।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ছোট্ট মেয়েটি কে? ঠিক ধরেছেন, এই ছোট্ট মেয়েটি হলেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস। যাকে এই মুহুর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।

রনিতা দাস

Previous article50+ মনের শান্তি নিয়ে উক্তি । অনুপ্রেরণামূলক শান্তির উক্তি
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।