হাতে আলতা, নাকে নথ! ছবিতে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে এই খুদে একজন জনপ্রিয় অভিনেত্রী

শ্রীলেখা মিত্র

হাতে আলতা, নাকে লম্বা নথ,পরনে সিল্কের জামা, কপালে টিপ। টলিপাড়ার অভিনেত্রীকে চিনতে পারছেন? টলিউড ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা বলে পরিচিত এই অভিনেত্রী। নিজের জগতে নিজেই বস তিনি।

বাস্তব জীবনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস রাখে। পাশাপাশি বাংলার একজন জনপ্রিয় শিল্পী তিনি। দীর্ঘদিন ধরে টলিউডে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই অভিনেত্রী। একটা সময় বড়পর্দায় হামেশাই অভিনেত্রীর দেখা মিললেও বর্তমানে অভিনয় জগত ছেড়ে রাজনীতির মঞ্চে যোগ দিয়েছেন অভিনেত্রী।

ছেলেবেলাকার ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “একটা সময় আমি রোগা ছিলাম।” এবার নিশ্চই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন ইনি হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ বিশেষ নেই। কিন্তু গত কয়েক বছরে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামের সঙ্গে অভিনয়-এর চেয়েও বেশি যে শব্দটি জুড়ে গিয়েছে, তা হলো বিতর্ক। সামাজিক মাধ্যম হোক বা সংবাদমাধ্যমের সাক্ষাৎকার! সোজাসাপ্টা কথা বলতে গিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। শ্রীলেখার অনুরাগীদের কাছে তিনি সাহসী ও প্রতিবাদী, কিন্তু সমালোচকদের মতে তিনি  বিতর্কপ্রিয়।

শ্রীলেখা মিত্র