লাল টুকটুকে ড্রেসে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে এই খুদে একজন জনপ্রিয় অভিনেত্রী

রুক্মিণী মৈত্র

বিনোদন দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মাতামাতি বরাবরই। প্রিয় তারকার ছবি মুক্তি পেলে মানুষের উচ্ছ্বাসের পারদটা একলাফে অনেকখানি বেড়ে যায়। সেটা যদি হয় তারকাদের ছোটবেলাকার ছবি। দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

প্রথম ছবিতে দাদা- দিদির সাথে, বয়সে একেবারেই ছোট। পরের ছবিতে বয়সে একটু বড়। লাল টুকটুকে ড্রেসে ছোট্ট একরত্তিকে চিনতে পারছেন? এই মিষ্টি হাসিতেই সকলের মন ভুলিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। হাসির সময় গালের ওই টোলটাতেই তো বারবার প্রেমে পড়ে তার ভক্তরা।

ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, মেয়েবেলার সঙ্গে প্রাপ্তবয়সের মুখের মিল অনেকটাই রয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে ছক্কা হাঁকিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনয় মুগ্ধ করেছে প্রতিটি বাঙালি দর্শককে। বাংলার সুপারস্টার দেবের হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ তার। শুধু তাই নয়, তিনি দেবের জীবনসঙ্গিনীও বটে।

এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী? ঠিকই ধরেছেন, ইনি হলেন, নান আদার দ্যান লেডি সুপারস্টার রুক্মিণী মৈত্র। ২০১৭-তে চ্যাম্প-এ দেবের বিপরীতে অভিনয় করেছিলেন রুক্মিণী। প্রথম ছবিতেই বাজিমাৎ। এরপর দেবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দার দর্শকের মনোরঞ্জন করেছেন রুক্মিণী।

রুক্মিণী মৈত্র