
গায়ে লাল জামা, চেলি ধুতি, গলায় ফুলের মালা, কপালে কাজলের টিপ পরা এই ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই ছোট্ট খুদে এখন এখন ছোটপর্দার জনপ্রিয় নায়ক। শুরুতে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও এই মুহূর্তে ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। যার অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়েছেন দর্শক।
ইনি হলেন রণজয় বিষ্ণু। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অন্নপ্রাশনের দুটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন রণজয়। ক্যাপশনে লেখেন, ‘আমি অনেক ভালো করে লক্ষ্য করে দেখেছি, আমার ছোটবেলায় যে কটা ছবি আছে। সব ছবিতেই আমি ক্যামেরার বাঁদিকে তাকিয়ে থাকি, কেন কে জানে…।’
অভিনেতার ছোটবেলাকার ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এই মুহূর্তে রণজয় কে দেখা যাচ্ছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। এছাড়াও সম্প্রতি অভিনেতার ছবি ‘রাস’ মুক্তি পেয়েছে বড় পর্দায়।
View this post on Instagram