নেটপাড়ায় মাঝেমধ্যেই বিনোদন দুনিয়ার অভিনেতা অভিনেত্রীদের ছেলেবেলার ছবি ভাইরাল হতে দেখা যায়। উপরে থাকা ছবিটাও তার মধ্যে একটি। পরনে মেরুন সোয়েটার। কালো ট্রাউজ়ার্স। কোমরে হাত দিয়ে বাদশার মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছে ভাই-বোনও। এই ছোট্ট খুদে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। দেখুন তো তাকে চিনতে পারছেন কিনা?
ছবিটি দেখেই মনে হচ্ছে অন্তত ৩০ বছরের পুরনো। মডেলিং দিয়ে এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি অভিনেতার। এরপরেই একের পর এক জনপ্রিয় মেগায় তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। সুদর্শন চেহারার এই হিরো অনেক মেয়েরই ক্রাশ।
এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কে এই অভিনেতা? ইনি হলেন জনপ্রিয় টেলি অভিনেতা সৈয়দ আরেফিন। দর্শকমহলে আজও তাকে ‘রঙ্গন’ নামেই বেশি চেনে।
নায়ক হিসাবে তাকে প্রথম দেখা গিয়েছিল ‘ইরাবতীর চুপকথা’ সিরিয়ালে। মনামী ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তার পর তাঁকে দর্শক দেখেছিল ‘খেলাঘর’ সিরিয়ালে। সেখানেও শান্টু চরিত্রে তার অভিনয় দর্শকের বেশ পছন্দের ছিল। অভিনেতা নিজেই ছোটবেলার ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


