ছবিতে নীল রঙের হাফপ্যান্ট ও সাদা টি-শার্ট পরে বসে থাকা ১৩ বছরের ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? যদিও এই ছোট্ট ছেলেটি বর্তমানে টলিপাড়ার নামকরা পরিচালক।
ছোট ছোট চুল কাটা, মুখে মৃদু হাসি নিয়ে পোজ দেওয়া ছবিতে পরিচালককে চেনা দায়। এদিকে নামকরা পরিচালক বাংলা ছবি থেকে শুরু করে হিন্দি ছবির পরিচালনাও করে ফেলেছেন। পরিচালকের সমস্ত ছবি বক্স অফিসে দারুণ হিট।
ইনি হলেন টলিপাড়ার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের কিশোরবেলার ছবি সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন সৃজিত।
ছেলেবালার ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘সমুদ্র বা পাহাড়ের চেয়েও ছোটবেলা থেকে আমি জঙ্গলপ্রেমী ও বন্য পশুপ্রেমী, ডেভিড অ্যাটেনবরোর লেখা লাইফ অন আর্থ বইটি আমার পড়া প্রথম বইয়ের মধ্যে একটি ছিল। আমার প্রথম জঙ্গল সাফারি ছিল সিমলিপাল তবে ছোটবেলায় সবচেয়ে সুন্দর মনে রাখার মতো জঙ্গল সাফারি ছিল ১৯৯০ সালে কানহা।
এই জঙ্গলেই প্রথম হাতির পিঠে চড়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা এবং ভারতীয় জঙ্গলের বৃষ্টি পড়ার সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম আমার বাবার সঙ্গে, যাঁর কাছে আমার এই জঙ্গলের প্রতি আকর্ষণের জন্য ঋণী। এরপর আমি সুন্দরবন, মুদুমালাই, রণথম্ভোর, গোরুমারা, তাডোবা, পেঞ্চ ও সাম্প্রতিক ঘুরে আসা করবেটে (যেখানে দ্বিতীয়বার বৃষ্টির মরশুম উপভোগ করেছি) গিয়েছি। কিন্তু কানহার স্মৃতি একেবারে অন্যরকম।’
ইতিমধ্যেই সৃজিতের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে। এরই পাশাপাশি ওটিটিতে মুক্তি পাবে সৃজিতের ফেলুদা।