ছবিতে থাকা ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? এই খুদে বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক

শন বন্দ্যোপাধ্যায়

টেবিলের উপর বসে আছে ছোট্ট খুদে। সামনে রাখা রয়েছে কেক। তাকে ঘিরে রয়েছেন পরিবারের সকলে। চিনতে পারছেন এই ছোট্ট ছেলেটিকে? বর্তমানে এই খুদে টলিউডের জনপ্রিয় নায়ক। কাজ করেছেন ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্রই।

সম্প্রতি অভিনেতা নিজেই তার ছোটবেলার এই ছবিটি পোস্ট করেছেন। তার দিদিমা তথা কালজয়ী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মদিন উপলক্ষে দিদিমাকে শ্রদ্ধা জানাতেই এই পোস্টটি করেন তিনি।

অভিনেতা লেখেন, ‘আমার দিদিমাকে তর ৯৩ তম জন্মবার্ষিকীতে স্মরণ করছি আজ। ছবিতে খুদে বয়সে অভিনেতার হাত ধরে থাকতে দেখা যাচ্ছে সুপ্রিয়া দেবীকে। সঙ্গে রয়েছেন দোলন রায় সহ একাধিক পরিচিত মুখ।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অভিনেতা হলেন সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চট্টোপাধ্যায়ের ছেলে। ছবির খুদেটি হল শন বন্দ্যোপাধ্যায়।

‘মন ফাগুন’, ‘এখানে আকাশ নীল’, এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে অল্প দিনের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নেন শন। তাকে শেষবার ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। বড়পর্দায় ‘খোয়াইশে’ ছবিতেও কাজ করেছেন শন।

শন বন্দ্যোপাধ্যায়

 

View this post on Instagram

 

A post shared by Sean Banerjee (@seanbanerjee.sb)