ছবিতে থাকা ছোট্ট খুদে বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, চিনতে পারছেন?

ইন্দ্রজিৎ বসু

ছবিতে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেতা। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। সম্প্রতি ছোট পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরেছেন অভিনেতা।

পরনে সাদা ধুতি পাঞ্জাবি পরা বাবু বেশে থাকা এই ছোট্ট খুদে আসলে স্টার জলসার পরশুরাম ওরফে ইন্দ্রজিৎ বসু।

ইন্দ্রজিৎ বসু

সম্প্রতি ইন্দ্রজিৎ তার ছোটবেলার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বর্তমানে স্টার জলসার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে একজন পুলিশের বেশে দেখা যাচ্ছে অভিনেতাকে। শুধু তাই নয়, বেঙ্গল টপার পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ইন্দ্রজিৎ বসু’র পরশুরাম।

 

View this post on Instagram

 

A post shared by Indrajeet Bose (@indrajeet.bose7)