ছবিতে থাকা বাচ্চা ছেলেটি বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা, বলুন তো কে?

পরমব্রত চট্টোপাধ্যায়

চিনতে পারছেন কি? ছবিতে থাকা এই ছোট্ট ছেলেটি আসলে কে? বাবা মায়ের মাঝে বসে, পরনে চেক শার্ট, ছবিটি নিঃসন্দেহে কোন ট্যুরিস্ট স্পটে তোলা ছবি। আদতে ছবিতে থাকা ছেলেটি এখন বাংলা-হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিরই চেনা মুখ।

নারী দিবসে মা-কে শুভেচ্ছা জানাতে এই ছবি পোস্ট করেন অভিনেতা। ছবির বাচ্চা ছেলেটি আসলে আর কেউ নন, পরমব্রত চট্টোপাধ্যায়। নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও মায়ের সাথে ছবি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘না সুদে, না শোধে তবু বাড়তে থাকে ঋণ… ভালোবাসায় সীমাহীন # Happy International WomensDay’।

পরমব্রত চট্টোপাধ্যায়

দর্শক যদিও তাকে পর্দায় ফেলুদা আর তোপসে, দুই চরিত্রেই বেশি চেনেন। বর্তমানে যদিও অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনআর কাজও করছেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে, বাবা হতে চলেছেন পরমব্রত।