চিনতে পারছেন কি? ছবিতে থাকা এই ছোট্ট ছেলেটি আসলে কে? বাবা মায়ের মাঝে বসে, পরনে চেক শার্ট, ছবিটি নিঃসন্দেহে কোন ট্যুরিস্ট স্পটে তোলা ছবি। আদতে ছবিতে থাকা ছেলেটি এখন বাংলা-হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিরই চেনা মুখ।
নারী দিবসে মা-কে শুভেচ্ছা জানাতে এই ছবি পোস্ট করেন অভিনেতা। ছবির বাচ্চা ছেলেটি আসলে আর কেউ নন, পরমব্রত চট্টোপাধ্যায়। নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও মায়ের সাথে ছবি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘না সুদে, না শোধে তবু বাড়তে থাকে ঋণ… ভালোবাসায় সীমাহীন # Happy International WomensDay’।
দর্শক যদিও তাকে পর্দায় ফেলুদা আর তোপসে, দুই চরিত্রেই বেশি চেনেন। বর্তমানে যদিও অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনআর কাজও করছেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে, বাবা হতে চলেছেন পরমব্রত।
Instagram-এ এই পোস্টটি দেখুন