মাকে জড়িয়ে ছোট্ট ছেলেটি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় গায়ক, বলুন তো কে?

অনুপম রায়

খোলা ছাদে মা ছেলে দাঁড়িয়ে। মায়ের পরনে ঘিয়ে রঙের শাড়ি, মাকে জড়িয়ে রয়েছে ১২-১৩ বছরের একটি ছেলে। তার পরনে হাফ হাতা শার্ট ও প্যান্ট। মা ও ছেলে দুজনেই ক্যামেরায় পোজ দিয়েছেন।

ছবি দেখে বোঝাই যাচ্ছে তা বেশ কয়েক বছর আগেকার। তবে জানেন কি? মাকে জড়িয়ে ধরা এই কিশোর এখন টলিপাড়ার জনপ্রিয় গায়ক। তার গানে মজে আট থেকে আশি সবাই। সোশ্যাল মিডিয়ায় এই মা-ছেলের ছবি এখন ভাইরাল।

শৈশব থেকে মায়ের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হয়েছেন এই কিশোর। আর এখন তার গানে প্রেমের ভাষা খুঁজে পায় এই প্রজন্ম। গায়কের গান শোনার জন্য ভিড় জমান শ্রোতারা। ইনি হলেন অনুপম রায়। গায়ক তার মা মধুঋতা রায়ের সঙ্গে ছাদের ওপর এই ছবি তুলেছিলেন ছোটবেলায়।

অনুপম রায়

সম্প্রতি ছোটবেলাকার এই ছবি পোস্ট করে ধূমকেতু ছবির মা গানের কিছু লাইন তুলে ধরেন অনুপম। যদিও এই গানের সুর ও গীতিকার গায়ক নিজেই। ইতিমধ্যেই এই গানের ভিউ ৩ লক্ষ পেরিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)