“২০২৫ যে শিক্ষাটা আমাকে দিয়েছে… এমনিতেই আমার জীবনটা”, বললেন পৌষালী বন্দ্যোপাধ্যায়

পৌষালী বন্দ্যোপাধ্যায়

বছরের শেষপ্রান্তে এসে কেউ পাওয়া না পাওয়ার হিসেব কষছেন, কেউ আবার দুঃখ বেদনাকে সঙ্গে নিয়েই নতুন বছরে পা রাখতে চলেছেন। এরই মাঝে গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় নিজের ভাবনার কথা প্রকাশ করলেন একেবারে অন্য ভঙ্গিতে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে পৌষালী বলেছেন,

এই বছর তাকে সবচেয়ে বড় যে শিক্ষা দিয়েছে তা হলো ছেড়ে দেওয়া। যেটা পাওয়া হয়নি, যেটা আশা করেও মেলেনি, যেটা কেউ বলেও করেনি, সেগুলো আঁকড়ে ধরে না থেকে ছেড়ে দেওয়ার মানসিকতা গড়ে তোলাই গায়িকার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

নিজেকে আনন্দে রাখাই যে জীবনের আসল লক্ষ্য, সে কথাও বারবার মনে করিয়ে দেন গায়িকা। পৌষালীর মতে, আমরা প্রায়ই বলি কারও কাছে আশা করব না, অথচ সেই কথাটাই অনেক সময় সবচেয়ে বড় প্রত্যাশা হয়ে দাঁড়ায়। নিজের কাজের প্রতি দায়িত্ব আর নিষ্ঠা ছাড়া অন্য কোনও বিষয়ে অযথা প্রত্যাশা রাখা মানেই নিজেকে ভুলের দিকে ঠেলে দেওয়া। এই শিক্ষাটাই ২০২৫ তাকে দিয়েছে।

পৌষালী আরও বলেন, মায়া সত্যিই বড় জটিল বিষয়। এমনিতেই জীবন নানা জটিলতায় ভরা, তার উপর অপ্রয়োজনীয় মায়া বাড়িয়ে তোলার কোনও মানে নেই। সম্পর্ক, আশা, অনুভূতি সব কিছুর মধ্যেই ভারসাম্য থাকা জরুরি। নইলে সেই মায়াই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রয়োজন ছাড়া মায়া বাড়ানোর পক্ষপাতী নন তিনি, বরং সহজ জীবনযাপনেই বিশ্বাসী গায়িকা।

সবশেষে শ্রোতা এবং সমালোচকদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পৌষালী। যারা প্রতিনিয়ত তাঁকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন, তাদের ভালো কিছু উপহার দিতে সে প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক তেমনি যারা ট্রোল করেন বা বাজে মন্তব্য করেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ এই কু-মন্তব্যই তাকে জীবনে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলার সাহস দেয়।