বলিউডে পা রাখলেন ‘চিনি’ ধারাবাহিকের প্রধান নায়িকা

চিনি

বেশ কিছুদিন আগেই বন্ধ হয়েছে স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রথম নায়িকা হিসাবে ইন্দ্রানী ভট্টাচার্যকে দেখা যায়। তবে ধারাবাহিকের কয়েক সপ্তাহ পরেই নায়িকার মুখ বদল হয়। ইন্দ্রাণীর জায়গায় অভিনেত্রী বিজয়লক্ষ্মী ভট্টাচার্যকে আনা হয়।

যদিও নায়িকা পরিবর্তন করে কোনও লাভের লাভ হয় না। টিআরপির অভাবে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। তবে এবার চিনি ধারাবাহিক শেষ হতে না হতেই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী পা রাখলেন বলিউডে।

চিনি ধারাবাহিকের প্রধান নায়িকা পাড়ি দিচ্ছে হিন্দি ধারাবাহিকে। যদিও এই প্রথম নয় বাংলা সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায় ইতিমধ্যে হিন্দি সিরিয়ালের নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

মধুরিমা বসাক

এবার চিনি ধারাবাহিকের হিন্দি রিমেক হতে চলেছে। যার নাম দুর্গা। কালার্সের হিন্দি চ্যানেলে সম্প্রচার হবে সেই ধারাবাহিক।  আর এই হিন্দি ধারাবাহিকেই অভিনয় করবেন ‘চিনি’ ধারাবাহিকের ভিলেন মধুরিমা বসাক। যিনি গুড্ডি ধারাবাহিকেও ভিলেন শিরিন চরিত্রে অভিনয় করেছিলেন। এই প্রথমবার হিন্দি টেলিভিশনে ডেবিউ করতে চলেছেন।