আনন্দী ধারাবাহিক ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখছেন প্রধান অভিনেত্রী

সৃজনী মিত্র মুস্তাফি

বরাবরই নেতিবাচক চরিত্রে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সৃজনী মিত্র মুস্তাফি। তবে ইতিবাচক চরিত্রেও দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। ছোটপর্দা দিয়ে নিজের যাত্রা শুরু করলেও পরবর্তীতে ওয়েব সিরিজ কিংবা বড়পর্দাতেও কাজ করতে দেখা গেছে সৃজনীকে।

শুরু হতে চলেছে সৃজনীর নতুন সফর। এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী, ‘অর্গানিক প্রোডাকশন হাউজ’-এর ব্যানারে আসছে একটি পারিবারিক শো। যার নাম ‘বড়ি ঘর কী ছোটি বহু’। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৃজনীকে।

সৃজনী মিত্র মুস্তাফি

হিন্দি চ্যানেল দঙ্গল টিভিতে সম্প্রচার হবে এই ধারাবাহিক। এখানে ইতিবাচক চরিত্রেই দেখা মিলবে সৃজনীর। তবে এই মুহূর্তে সৃজনীকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘আনন্দী’তে।‌ ‘তিতির’ এর ভূমিকায় আদি-আনন্দীর মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টাতেই থাকে সে।

নতুন কাজের অফার আসায় তবে কি আনন্দী ধারাবাহিকে আর দেখা যাবে না সৃজনীকে? আপাতত এই বিষয়ে কিছুই জানাননি সৃজনী।