সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। বেশ কয়েকমাস ধরে হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করেও অবশেষে শেষরক্ষা হল না। দীর্ঘ দিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন গায়ক। গত দুই সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
মঙ্গলবার ১৪ অক্টোবর, নিউ ইয়র্ক শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
১৯৯০ সালে ‘নিও-সোল’ সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেন ভার্জিনিয়ার বাসিন্দা ডি’অ্যাঞ্জেলো, গায়কের প্রকৃত নাম মাইকেল ইউজিন আর্চার। চার চারটি গ্র্যামি জিতেছেন তিনি।
ডি’অ্যাঞ্জেলোর ছেলে মাইকেল জুনিয়র কয়েক মাস আগেই তাঁর মা অ্যাঞ্জি স্টোনকে হারিয়েছেন। চলতি বছরে বাবা-মা দুজনকে হারিয়ে শোকস্তব্ধ ছেলে মাইকেল সহ গায়কের অনুরাগীরা।