দুঃসংবাদ! প্রয়াত বিখ্যাত অভিনেতা, শোকস্তব্ধ বিনোদন জগত

অভিনেতা জন ললর
বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত বিখ্যাত অভিনেতা জন ললর৷ মৃত্যু কালীন বয়স হয়েছিল ৮৩ বছর৷ তার মৃত্যুর খবর জানা যায় পরিবারের তরফ থেকে। ২৪ শে ফেব্রুয়ারি শোকবার্তা পাওয়া যায়।
বিনোদন জগতে দারুণ প্রতিষ্ঠিত ছিলেন জন। সিবিএসের ফিলিস , যা দ্য মেরি টাইলার মুর শো -এর একটি স্পিনঅফ , তে ক্লোরিস লিচম্যানের সহকর্মীদের একজন লিওনার্ড মার্শের চরিত্রে অভিনয় করেছিলেন।
টেলিভিশন, চলচ্চিত্র এবং শিল্পকলায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার মেয়ে। অভিনেতার মৃত্যুতে অন্ধকারের ছায়া নেমে এসেছে অভিনেতার জীবনে।
অভিনেতা জন ললর