টাকার জন্য একসময় বারে গান গাইতেন প্রয়াত অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়

সৌমিত্র বন্দ্যোপাধ্যায়

আশি ও নব্বই দশকের বিনোদন জগতের প্রথম পছন্দ ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (Soumitra Banerjee)। বাংলা সিনেমার একাধিক অভিনেতা-অভিনেত্রী মধ্যে তিনি একজন, যিনি রীতিমত দর্শকদের মনে গেঁথে রয়েছে। ৪৬ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তী কিন্তু আজও রয়ে গেছেন মানুষের মনে।

একাধিক সিনেমা উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। সিনেমার হিরো নয় বরং খল নায়ক হয়েই মন চুরি করেছেন সকলের। তবে ক্যারিয়ারের শুরুটা এতটাও সোজা ছিল না অভিনেতার। বহু কষ্টে নিজের প্রতিভাকে তুলে ধরেছিলেন। প্রথম অভিনয় নয় বরং গায়ক হওয়ার স্বপ্ন নিয়েই এসেছিলেন কলকাতায়। কিশোর কুমারের গান যেন হুবহু ফুটে উঠত তার গলায়। কিন্তু ভাগ্য তাকে গানের জগত নয় বরং অভিনয় জগতের দিকে ঠেলে দেন।

প্রথমদিকে গানে সেভাবে পরিচিতি না মেলায় অর্থ উপার্জনের জন্য বারে গান করতেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (Soumitra Banerjee)। কিন্তু বারে গান করা মেনে নিতে পারেননি অভিনেতার মা-বাবা। তারপর অভিনয় জগতে প্রবেশ। প্রথম ছোটখাটো চরিত্র অভিনয় করতেন।  ১৯৮২ সালে তার ভাগ্যের শিকে ছেঁড়ে। ‘ত্রয়ী’ ছবি তার ভাগ্য বদলে দেয়। এই ছবিতে তাকে মূল চরিত্রে দেখা যায়। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়।

এই ছবির পর প্রচুর অফার আসে তার কাছে গুরুদক্ষিণা, মঙ্গলদীপ, হীরক জয়ন্তী মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেন তিনি। ধীরে ধীরে খ্যাতনামা অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেন। তিনি টলির খলনায়ক। কিন্ত দুর্ভাগ্যবশত ২০০০ সালে অকালেই প্রাণ হারান।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here