শেষ হল জি-বাংলার জনপ্রিয় দুই মেগা ধারাবাহিকের যাত্রা

জনপ্রিয় দুই মেগা

আজ অর্থাৎ ১৯ শে এপ্রিল একই দিনে শেষ হচ্ছে জি-বাংলার দুই মেগার সম্প্রচার। যা জানতে পেরে মাথায় হাত । যদিও এই দুই মেগা শেষ হওয়ার খবর অনেক আগেই শোনা গিয়েছিল আর কিছুদিন আগেই শুটিং শেষ হয়ে গেছে।

তবে একই দিনে সম্প্রচার শেষ হবে ভাবতে পারেননি দর্শক। আজই পর্দা থেকে বিদায় নিচ্ছে জি-বাংলার দুই মেগা অমর সঙ্গী এবং পুবের ময়না। দুপুরের স্লটে আসছে নতুন ধারাবাহিক। টিআরপি কম থাকায় এই দুই ধারাবাহিক টেনে নিয়ে যাওয়া চাপের হয়ে যাচ্ছিল।

পুবের ময়না

শোনা যাচ্ছে আসছে ইচ্ছেধারী নাগকন্যা নতুন ধারাবাহিক। প্রথমে মনে করা হয়েছিল এই সিরিয়ালটি ডাবিং। তবে এখন শোনা যাচ্ছে রিমেক করা হবে ধারাবাহিক। তবে কোন নায়ক-নায়িকাকে দেখা যাবে জানা যায়নি।

অমর সঙ্গী