টিআরপি কম থাকার জন্য কিছুদিন আগে বন্ধ হয়েছে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’। সেই লিস্টে এবার আরেক ধারাবাহিক ‘সাঁঝের বাতি’ নতুন পৃথিবী। আচমকাই শেষ করা হল এই সিরিয়াল। কিন্তু কেন?
‘সাঁঝের বাতি’ ধারাবাহিক শুরু হয়েছিল চারু ও আর্যের গ্রাম শহরের প্রেম নিয়ে। গল্পের চারু ছিল সাদাসিধে মিষ্টি বিক্রেতা অন্যদিকে আর্য বড়লোক বাড়ির অন্ধ ছেলে। সেইসময় চারু এবং আর্যের প্রেম কাহিনী টিভির পর্দায় ভালোই সাড়া ফেলেছিল। তবে মাঝপথে ইতি পড়ে আর্য-চারুর কাহিনিতে। হঠাৎ চ্যানেল কর্তৃপক্ষরা ‘সাঁঝের বাতি’ ২ অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র হাত ধরে ফেরত আনে অর্জুন-চিকু। তবে অর্জুন-চিকুর গল্প দর্শকের মনে তেমন সাড়া জাগাতে পারে নি।
View this post on Instagram
টিআরপি তলানিতে ঠেকায় চ্যানেল কর্তৃপক্ষরা ধারাবাহিক বন্ধ করার সিধান্ত নেন। ৮০০ পর্বেই ইতি টানল এই ধারাবাহিক। শেষ দিনের শুটিংও শেষ। শেষ দিনের শুটিংয়ে কেক কেটে সেলিব্রেট করা হল। লাস্ট দিনের শুটিং সেট থেকে চারু অর্থাৎ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় জানান, , ‘হয়তো দুটো লকডাউন না থাকলে এতদিনে ১০০০ এপিসোড হয়ে যেত আমাদের। সবের ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে, আমরা ৮০০ পর্বেই ইতি টানছি’।
View this post on Instagram
সূত্রঃ hoophaap . com/article/sanjher-baati-2-is-coming-to-an-end/59586