জিতু-দিতিপ্রিয়ার জুটি অতীত! বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে জিতু -শিরিনের জুটি

চিরদিনই তুমি যে আমার

বর্তমানে বাংলা টেলিভিশনের সবেচেয় চর্চিত জনপ্রিয় মেগা ধারাবাহিকের কথা এলে নিঃসন্দেহে প্রথম নামটি  ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিক শুধু জনপ্রিয়ই নয়, আপাতত টেলি ইন্ডাস্ট্রির ‘টক অফ দ্যা টাউন’।

সকলেই জানেন, ধারাবাহিকের জনপ্রিয়তা শুরু হয়েছে অভিনেতা জিতু কমল আর দিতিপ্রিয়ার হাত ধরে। নিঃসন্দেহে তাদের জুটি টিভির পর্দায় আলোড়ন সৃষ্টি করেছিল তবে তাদের অফস্ক্রিন ঝামেলা সেই জনপ্রিয়তায় ভাটা ফেলে দেয়।

দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়তে তার জায়গায় নতুন নায়িকা হয়ে আসেন নবাগতা শিরিন পাল। জিতু-দিতিপ্রিয়া’র জনপ্রিয়তার জায়গায় নতুন জুটি দর্শকের মন জিততে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।

তবে শিরিন এন্ট্রি নেওয়ার পর চিত্রটা যেন পাল্টে যায়। মাত্র দুদিনে নতুন জুটির রসায়নে বুঁদ দর্শক। এত কম সময়ে এই জুটি যে এত জনপ্রিয়তা অর্জন করে নেবে তা কল্পনা করা যায়নি। বলাই যায়, জিতু-দিতিপ্রিয়ার জনপ্রিয়তাকেও আগামীদিনে ছাপিয়ে যেতে পারে জিতু-শিরিনের জুটি।

জিতু-শিরিনের এই জুটিকে দর্শক ভালোবেসে নাম দিয়েছেন ‘জিরিন’। নতুন জুটির কেমেস্ট্রি এখন টিভির পর্দা কাঁপাচ্ছে। জুটির জনপ্রিয়তার প্রমাণ মিলছে জি-বাংলার পেজে। তাদের একসাথে যেকোনো ভিডিও এক ঘণ্টা ১ মিলিয়ন ছাপিয়ে যাচ্ছে ভিউজের নিরিখে।

অধিকাংশ দর্শকের মতে, অপর্ণা হিসাবে শিরিনকেই প্রথম কাস্ট করা উচিত ছিল কর্তৃপক্ষের। এতদিন শুধু আর্য অর্থাৎ জিতুকে নিয়ে মাতামাতি করেছেন দর্শক। তবে এবার তার সাথে নাম জুড়েছে নতুন নায়িকা শিরিনের।