
নভেম্বর মাসে গায়িকা জোজো ফেসবুক লাইভে এসে আরেক শিল্পীর উপর গর্জে ওঠে। সেই সময় সেই ঘটনা নিয়ে জলঘোলা হয় সোশ্যাল মিডিয়ায়। পৌষালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন জোজো প্রকাশ্যে। বিজয়গড়ে অনুষ্ঠান করতে গিয়ে জনপ্রিয় গায়িকা পৌষালীর দলের সদস্যরা জোজোর টিমের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনাটি সকলের সামনে জানান গায়িকা।
এরপর পৌষালীও লাইভে এসে জানিয়েছিলেন, ঘটনাটি ভেতরে আরও অনেক ঘটনা ছিল। যদি বলতে হয় দুদিক থেকে বিচার করে বলা উচিত। শুধুমাত্র একজনের কথায় আরেকজনকে দোষারোপ করা উচিত নয়। জোজো আর পৌষালীর এই ঘটনা ছড়িয়ে পরেছিল সোশ্যাল মিডিয়ায়।
বহুদিন পরও সেই দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পৌষালী। সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে পৌষালী বলেন, ‘উনি আমার থেকে অনেক বড়। আমাকে ধমক দিতে পারতেন। আমাকে আলাদা করে বকা দিতে পারতেন। ব্যাপারটা ওঁর আর আমার মধ্যেই মিটে যেত।’
গায়িকা জানান, ‘এখন কারও উপর যদি কারো রাগ হয় তাহলে সেটা আর কাউকে ফোন করে বা মেসেজ করে বলে না। সোজা ফেসবুক লাইভে বলে দেয়। আমার ভীষণ ভয় লাগে এই ফেসবুক লাইভ নিয়ে। একটা সেকেন্ডে কয়েক কোটি মানুষ দেখে ফেলে আপনার ভিডিও। এতে খুব একটা লাভের লাভ হয় বলে আমার মনে হয় না। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঠিক কী ঘটেছিল সেটা অনেক পরের কথা, কিন্তু যাই ঘটে থাকুক না কেন সেটা এইভাবে সকলের সামনে নিয়ে আসার কোনও মানে ছিল না। উনি আমায় যদি বকাবকিও করতেন আমার খারাপ লাগত না। উনি যেটা করলেন, এতে সবারই ইমপ্রেশন খারাপ হয়ে গেল। এটা আমার কাছে একটা অনেক বড় শিক্ষা।’
সূত্রঃ https://www . hindustantimes . com/bangla/entertainment/poushali-banerjee-comment-on-facebook-live-by-jojo-271765173983811.html
