‘ভুতু’ সিরিয়ালের লজেন্স দাদা আর তার ভুতুকে আজও ভুলতে পারেনি দর্শক। ২০১৭ সালের বাংলা টেলিভিশন জগতে আলোড়ন তৈরি করেছিল এই মেগা ধারাবাহিক। এই ধারাবাহিক দেখার জন্য একদিনও মিস করতেন না দর্শক।
‘ভুতু’ সিরিয়ালের লেজেন্স দাদার চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সমৃদ্ধি পাল এবং ভুতু চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়। ভাই-বোনের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছেন।
তবে বহুদিন পর ফের এক ফ্রেমে দেখা গেল তাদের। কোনও এক অনুষ্ঠানেই আবার একসঙ্গে ক্যামেরা বন্দী হলেন আর্শিয়া আর সমৃদ্ধি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘আইকনিক জুটি ভুতু আর তার লজেন্স দাদা। এর মাঝেও একদিন তাদের একসঙ্গে দেখা যায়। অনস্ক্রিন ভাই-বোন সেই বন্ডিং আজও অটুট। তাদের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দেন।
View this post on Instagram