শ্বশুর করোনা আক্রান্ত। মেলেনি সাহায্যের হাত। শ্বশুরের জীবন রক্ষার তাগিদে একাই লড়াই করলেন বৌমা । এমনি চিত্র ফুটে উঠেছে অসমে। ২৪ বছর বয়সী অসমের বাসিন্দা নীহারিকা দাসের শ্বশুরের গত ২ জুন করোনার উপসর্গ দেখা দেয়।. ৭৫ বছর বয়সী বৃদ্ধা শ্বশুরকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে ছুটলেন নীহারিকা।
শ্বশুরের করোনা উপসর্গ দেখার পরে ভয়ে এগিয়ে আসেনি কেউ। কিন্তু তিনি শ্বশুর থুলেশ্বর দাস এতটাই দুর্বল ছিলেন যে হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে অটো পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু হাল ছাড়েননি বৌমা । শ্বশুরকে নিজের কাঁধে তুলে নিয়ে অটো রিক্সা করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু সেখানেই শেষ নয়। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে থুলেশ্বর দাসের করোনা রিপোর্ট করা হয়। রিপোর্ট পজেটিভ আসে কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কোভিড হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানেও বিপর্যয়। স্বাস্থ্য কেন্দ্র থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা স্ট্রেচার পাওয়া যায়নি। আবারও নিজের কাঁধে তুলে গাড়ি অবধি নিয়ে গেলেন নীহারিকা। নাগাওনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পরিকাঠামো না থাকায় স্থানান্তর করা হয় নাগাওন সিভিল হাসপাতালে। সব মিলিয়ে ২ কিলোমিটার পথ অতিক্রম করেছেন বলে জানায় নীহারিকা। তার লক্ষ্য ছিল একটাই শ্বশুরকে সুস্থ করার।
নীহারিকার স্বামী কর্মসূত্রে থাকেন শহরে চাকরি করে। তাই শ্বশুরের দেখাশোনার ভরসা একমাত্র বৌমা। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রতিবেশীদের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু সহায়তা পাননি। সূত্রের খবর, পরে তিনিও করোনা আক্রান্ত হন। তবে ২৪ বছর বয়সী এই মহিলা অনুপ্রেরণা জাগিয়েছে প্রত্যেক মহিলাকে। তার এই সাহসিকতার লড়াইয়ের জন্য নেটিজেনরা নীহারিকাকে আদর্শ বৌমার তকমা দিয়েছেন।
In an amazing display of women-power today, Niharika Das, a young woman from Raha, carried her COVID positive father-in-law, Thuleshwar Das, on her back while taking him to the hospital. However, she too tested positive later.
I wish this inspiration of a woman a speedy recovery. pic.twitter.com/pQi6sNzG0I— Aimee Baruah (@AimeeBaruah) June 4, 2021