স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’। একটা ছেড়ে অন্যটা বেছে নেওয়ার দিন শেষ। মেয়ে মানেই যে শুধু সংসার সামলাতে হবে তাই নয়, এই কনসেপ্ট নিয়েই শুরু হয়েছে ‘তোমাদের রাণী’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে দুই নতুন মুখ আভিকা মালাকার ও অর্কপ্রভ রায়।
অভিনেতা অর্কপ্রভ রায় ধারাবাহিকে নায়ক ‘দুর্জয়’ চরিত্রে অভিনয় করছে, যে একজন রাগী ডাক্তার। ইতিমধ্যেই এই নবাগতা অভিনেতা মেয়েদের ক্রাশ হয়ে উঠেছে। পর্দায় তাকে রাগী-অহংকারী দেখালেও বাস্তবে দুর্জয় খুব হাসিখুশি একজন মানুষ। হিন্দুস্তান টাইমস বাংলার এক সাক্ষাৎকারে অভিনয় জগতে আসা এবং নিজের স্ট্রাগল নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।
নবাগতা অভিনেতা জানান, কেরিয়ারের শুরুতে তিনি সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। এরপর ২০০৯ সালে ধারাবাহিকে প্রথম অভিনয় করার সুযোগ পান অভিনেতা। তবে অভিনয়ে আসার আগে তিনি প্রায় ৬ বছর ওয়েডিং ফটোগ্রাফার হিসাবে কাজ করেছেন। বিয়ে বাড়িতে ছবি তুলতেন।
তিনি আরও জানান, চার বছর মুম্বইতে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন তিনি। ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনেতা বা ফিল্মমেকার হওয়ার। এই নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন অর্কপ্রভ। অভিনেতার মা শ্রুতি নাটক করতেন, বাবা পারকসন এবং তবলাবাদক, ছোট থেকেই গান-বাজনার পরিবেশে বড় হয়েছেন তিনি।
অর্কপ্রভ গুরুদাস কলেজ থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করেছেন। পড়াশুনোর পর কখনোই তিনি কর্পোরেট অফিসে চাকরি করতে চাননি। এমনকি তার পরিবারের লোকজনও চাইতেন তিনি অভিনয়ের পেশায় নিজের কেরিয়ার গড়ুক। ভবিষ্যতে প্রযোজক হওয়ার ইচ্ছে রয়েছে তার। সবশেষে, অর্কপ্রভ বলেন তার বর্তমান প্রোজেক্ট ‘তোমাদের রানী’ এখন তার মেইন টার্গেট। আর ধারাবাহিকের কাজ নিয়েই আপাতত ব্যস্ত এই অভিনেতা।
View this post on Instagram