বাংলা সিরিয়ালের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। দজ্জাল ঠাকুমা, শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যায় এনাকে। স্বচ্ছল পরিবারের মেয়ে হলেও কখনও বাবা-মায়ের কাছে হাত পাততে পারেননি। নিজের মানুষদের কাছে চাইতে লজ্জা লাগত তার। যা জন্য অর্ধেক সময় অভুক্ত থাকতে হয়েছে তাকে।
বর্ষীয়ান অভিনেত্রীর সম্প্রতি এক ইউটিউবের সাক্ষাৎকারে নিজের পরিশ্রম নিয়ে মুখ খুলতে দেখা যায়। ছন্দা চট্টোপাধ্যায় জানান, “তার দিন কেটেছে খুব অভাবে। কোনদিন খাবার জুটেছে, কোনওদিন অভুক্ত রয়েছে।”
অভিনেত্রী বলেন, “আমি যেদিন টিনের তলোয়ার’-এর জন্য প্রাইজ নিতে যাই সেদিন কিছু না খেয়েই পুরস্কার নিতে গিয়েছিলাম। খালি পেটেই গিয়েছিলাম রাতে ফেরার সময় চপ-মুড়ি নিয়ে ফিরেছিলাম। তবে আমাদের অবস্থা খারাপ ছিল না কিন্তু আমি কিছু কারো কাছে চাইতে পারতাম না।”
চোখে জল নিয়ে অভিনেত্রী জানান, “হরেন মুখার্জী আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পরিপ্রেক্ষিতে সেই সব বেচে খেয়ে নিতে হয়। আমি নিজের মেডেলটাও রাখতে পারেনি। কি আর করব, এটাই তো আমাদের জীবন।”
বাবা-মায়ের কাছে হাত পাতবেন না বলে টালিগঞ্জ থেকে বিডন স্ট্রিট হেঁটে গিয়েছেন, হেঁটে ফিরেছেন। তখন বর্ষীয়ান অভিনেত্রীর বয়স মাত্র ৭-৮ বছর। সংসার দায়িত্ব তার কাঁধে ছিল। তবে অভিনেত্রীর নিজের জিবন নিয়ে কোনও আক্ষেপ নেই। তিনি সামনের দিকে এগিয়ে চলাতেই বিশ্বাস করেন। অভিনেত্রীর মতে, “তাকে কাজ করতে হবে। আর সেটাই করে চলেছেন তিনি।”