সোশ্যাল মিডিয়ার যুগে যখন মনের অনুভুতি প্রকাশ করার একটি সুযোগ পাওয়া গেছে তখন সেই সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার একটি ছোটবেলার ছবি পোস্ট করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা।
ছবিতে দেখা যাচ্ছে ১৩ বছরের তরুণী গাছের ফাঁকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। চোখ বন্ধ থাকলেও তার মনে তখন প্রচুর স্বপ্ন। যদিও সেই স্বপ্ন পূরণও করেছে সে। প্রত্যেকটা বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিল সে। সঞ্চালনা থেকে অভিনয় টিভির পর্দায় সর্বত্র বিচরণ তার।
এবার নিশ্চই বুঝতেই পেরেছেন ছবিতে থাকা ছোট্ট মেয়েটি সুদীপা চট্টোপাধ্যায়। যিনি টানা ১৭ বছরের বেশি সময় ধরে সামলেছেন রান্নাঘরের দায়িত্ব। তবে এই মুহূর্তে তিনি সঞ্চালনার দায়িত্বে আর নেই। ছেলেকে সময় দেওয়ার পাশাপাশি সামলাচ্ছেন নিজের ব্যবসা। তবে এই মিষ্টি সঞ্চালিকাকে ভীষণ মিস করেন তাঁর ভক্তরা।


