“নাহ, সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় না…”, আচমকা কেন বললেন শ্রুতি?

শ্রুতি দাস

পুজোর আগেই মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল অবস্থা গোটা কলকাতা শহরের। জলমগ্ন শহরে ট্রেন, বাস, অটো করেও কর্মক্ষেত্রে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও। সেইরকমই শোচনীয় অবস্থা হল অভিনেত্রী শ্রুতি দাসের। সেই অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী।

শ্রুতি দুটি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে, তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন এবং সামনে একটি অটোর পেছনে লেখা, ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি। দ্বিতীয় ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার জলমগ্ন ভয়াবহ অবস্থা।

ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, ‘নাহ, সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় না আসল হল সময় আর পরিস্থিতি। স্টুডিও যাওয়ার আধ ঘন্টার রাস্তা ধৈর্য ধরে আড়াই ঘন্টা ধরে গাড়িতে বসে বসেও পৌঁছাতে পারলাম না! এইবার বিকল্প ব্যবস্থার অপেক্ষায়। সবাই সাবধানে থাকবেন।’

জোয়ার ভাঁটা ধারাবাহিকে শুটিংএ যেতে গিয়েই বিপদের মুখে অভিনেত্রী। এই মুহুর্তে ধারাবাহিকে শ্রুতি এবং আরাত্রিকার অনবদ্য অভিনয় ভীষণভাবে মুগ্ধ করছে দর্শকদের।