বাংলা সিনেমার দাপুটে খলনায়ক বিপ্লব চ্যাটার্জী। তিনি যে কত আইকনিক সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, কেবলমাত্র নিজের তুখোড় অভিনয়ের জন্য জিতে নিয়েছেন হাজার হাজার দর্শকের মন।
তবে ইদানিং অভিনয় জগত থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা। এখন পর্দায় তাঁকে খুব একটা দেখা না গেলেও, মানুষের মন থেকে কিন্তু তিনি মুছে যাননি। শারীরিক অবস্থাও খুব একটা ভাল না অভিনেতার।
এই মুহুর্তে কেমন আছেন অভিনেতা? বেশিরভাগ জায়গায় অভিনেতাকে হুইল চেয়ারে দেখা যেত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হলে বিপ্লব বাবু জানান, “এখন ঠিকই আছি, পা দুটো অকেজো হয়ে গেছে। সম্পুর্নটাই ডাক্তারের ভুল চিকিৎসার জন্য হয়েছে।”
শারীরিক অবস্থার অবনতির জন্য অনেক কাজের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। অভিনেতার কথায়, “আর ভালো লাগছে না, এবার চিতায় শুয়ে ওপরে যেতে চাই।”
বছরের পর বছর পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করে লাখো দর্শকের মনে আতঙ্ক সৃষ্টি করেও আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি বিপ্লব চ্যাটার্জী।


