‘আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা-বাবা, ওঁরা শিখিয়েছেন মাটির কাছাকাছি থাকতে’, প্রথমবার নিজের বাবা-মায়ের সম্পর্কে কথা বললেন মিঠাই ওরফে সৌমিতৃষা

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

গতকাল ছিল শিক্ষক দিবস। আর এই দিন এক সংবাদমাধ্যমের কাছে নিজের বাবা-মায়ের সম্পর্কে মুখ খুললেন ছোটপর্দার মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাইয়ের মতে, জীবনে চলার পথে আমরা প্রতেকে কারও কাছে কিছু না কিছু শিখেই থাকি। তবে মিঠাই থুড়ি অভিনেত্রী সৌমিতৃষার কাছে তাঁর জীবনের প্রথম শিক্ষক তাঁর বাবা-মা।

সৌমিতৃষা জানান, ‘তাঁর বাবা-মা শিখিয়েছেন মাটির কাছাকাছি থাকতে। আর সেটাই চেষ্টা করেন তিনি। তাঁর বাবা-মা তাঁকে বলেছেন সাফল্য পেয়ে নিজের শিকড় যাতে ভুলে না যায় সৌমিতৃষা। আর তাদের উপদেশ মেনে চলেন অভিনেত্রী। আর ভবিষ্যতে তাই করবেন’।

মিঠাইয়ের কথায়, ‘ছোট থেকেই মা-বাবা একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। আমার মনে হয়, তাদের দেখানো পথেই আমি হাঁটতে পেরেছি। এর জন্যই হয়তো মানুষ আমাকে এত ভালোবাসে’।

মায়ের প্রসঙ্গে অভিনেত্রী শেয়ার করেন, “তিনি তাঁর মায়ের থেকে শিখেছে ফ্যাশন সেন্স। ছোটবেলায় অভিনেত্রীর মা যখন সাজতেন সৌমিতৃষা মুগ্ধ হয়ে দেখতেন তাঁর মাকে। তাই এখনও মিঠাই বাস্তব জীবনে তাঁর মায়ের মতো সাজগোজ করতে পছন্দ করেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here