মিঠাই ধারাবাহিকে তার জনপ্রিয়তা ধরাছোঁয়ার বাইরে। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলার মানুষও অন্ধভক্ত মিঠাইয়ের। মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি। বিভিন্ন সাক্ষাৎকারে মন খুলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। তবে জীবনে একটা বিষয় অভিনেত্রীর আফসোস রয়েই গেল। কি সেটা?
এক সাক্ষাৎকারে জীবনের প্রথম প্রেম নিয়ে মুখ খুলতে দেখা গেল সৌমিতৃষাকে। এই মুহুর্তে তিনি সিঙ্গেল। এখনও নিজের মনের মানুষকে খুঁজে পাননি। তবে স্কুলে পড়াকালীন প্রেমে পড়েছিলেন ছোটপর্দার মিঠাই। তবে সেই প্রেম পূর্ণতা পায়নি। হয়তো অনেকেই জানেন না ‘বারাসাত গার্ল’স হাই স্কুলে’র ছাত্রী ছিলেন সৌমিতৃষা। স্কুলে লাইফে একজনের প্রতি ভালোলাগা ছিল তার। সৌমিতৃষা’র পরিবার খুবই রক্ষণশীল। তাই টিউশনি বাবা-মায়ের সাথে যেতেন। সেক্ষেত্রে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার কোনো সময় পেতেন না। এমনকি কথাও হত না। যার কারণে একদিন ব্রেকআপ হয়ে যায়। সৌমিতৃষার আফসোস, “ভালোবাসি বলে ওঠা হয়নি কখনো”।
বর্তমানে অগণিত পুরুষ ভক্তদের ড্রিম গার্ল হলেও সৌমিতৃষা একাই। কারণ প্রেমজীবনের চেয়ে বাবা-মাকে নিয়ে বেশি চিন্তিত তিনি। কনকাঞ্জলি দিয়ে বাবা মায়ের ঋণ শোধ করতে পারবেন না মিঠাই। তাই বিয়ে নিয়ে ভয় ছোট থেকেই। বাবা-মাকে ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। সৌমিতৃষা কুন্ডু’র মন্তব্য, “দরকার হলে বরকে ফ্ল্যাট কিনে দেবো যাতে ফ্ল্যাটের বাইরে বেরোলেই বাবা-মার মুখ দেখতে পারি”।