গজের পিঠে দেবীর আগমন! স্টার জলসায় প্রকাশ্যে আসল মহিষাসুরমর্দিনী-র প্রথম ঝলক

মহিষাসুরমর্দিনী

বাকি আর মাত্র আড়াই মাস! ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চলতি বছরে মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর, রবিবার। আর মহালয়া মানেই টিভির পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ দেখা চাই।

সম্প্রতি দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এলো স্টার জলসা। প্রকাশ্যে আসল মহিষাসুরমর্দিনীর প্রথম প্রোমো। পঞ্জিকা মতে এবছর দেবীর আগমন হবে গজে। আর সেই ছোঁয়াই পাওয়া গেল স্টার জলসা মহিষাসুরমর্দিনীর প্রথম প্রোমোয়। তবে দেবীর ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা রুক্ষ-শুষ্ক অঞ্চলে বেশ কিছু শকুন বসে। চলছে ধ্বংস লীলা, বিপর্যস্ত মানব জীবন। তার মাঝেই আলতা রাঙা দেবীর চরণ। কন্ঠে শোনা যায়, ‘মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।’ পর্দায় দেবী ত্রিশূল হাতে হাতির পিঠে। সোনালি ধানে ভরা মাঠ দিয়ে মৃদুমন্দ গতিতে এগিয়ে চলেছে গজরাজ। এরপর দেখা যায় ‘মাতৃরূপেণ সংস্থিতা’ আসছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)