প্রথমবার বাংলা সিরিয়াল নিয়ে গেম! বাংলা সিরিয়ালের ইতিহাসে রেকর্ড তৈরি করল জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী

টিভির পর্দার পর এবার মোবাইল গেমে জগদ্ধাত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অনুকরণে তৈরি হল মোবাইল গেমিং অ্যাপ। যা দেখে রীতিমত অবাক দর্শকমহল সহ ‘জগদ্ধাত্রী’ ওরফে জ্যাস নিজেই।

সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে জ্যাস ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কে এই চমকটা দেন শোয়ের সঞ্চলক, অভিনেতা আবির চট্টোপাধ্যায়। প্রথমে তো অভিনেত্রী নিজেই বিশ্বাস করতে পারছিলেন না, তারপর অবিকল জগদ্ধাত্রীর আদলেই তৈরি গেমটি চাক্ষুস দেখা মাত্রই অভিনেত্রীর চোখ প্রায় ছানাবড়া।

মোবাইল গেমের এই জগদ্ধাত্রীও ফাটাফাটি অ্যাকশন করে, অপরাধীদের পিছনে ছোটে, সেই সাথে অপরাধীদের নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। শুধু তাই নয় এই গেমের রয়েছে একাধিক লেভেল। জানা যাচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে যাবে এই গেমিং অ্যাপ।

এখানেই শেষ নয় এরপর রয়েছে আরও একটা চমক। তা হল এই গেম খেলে যে সবথেকে বেশি পয়েন্ট কালেক্ট করবে, সে পেয়ে যাবে জ্যাস ওরফে অঙ্কিতা মল্লিকের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ।

একদিকে জনপ্রিয় ধারাবাহিক, অন্যদিকে জগদ্ধাত্রীর মত তৈরি কার্টুনের সঙ্গে খেলার সুযোগ। সব মিলিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে কোন খামতি রাখল না ধারাবাহিক। লাস্ট বাট নট ইন লিস্ট, গেমিং প্ল্যাটফর্মে ঝড় তুলতে চলে এসেছে জগদ্ধাত্রী গেমিং অ্যাপ। এই প্রথমবার বাংলা সিরিয়ালে ইতিহাস গড়ল জগদ্ধাত্রী।