গত ৩ রা মার্চ জি-বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দুগ্গামণিও বাঘ মামা’। যার মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী মানালি দে এবং ছোট খুদে শিশুশিল্পী রাধিকা কর্মকার। মানালির স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোসকে।
ধারাবাহিকের প্রথম দিনের এপিসোডেই বাজিমাত করেছেন মানালি আর রাধিকার জুটি। যদিও সবে শুরু, এখনো অনেকটা পথ বাকি। তবে ধারাবাহিকের প্রথম এপিসোড দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।
ধারাবাহিকে এখনো পর্যন্ত দেখানো হয় ছোটবেলায় মায়ের থেকে আলদা হয়ে যায় ছোট ‘দুগ্গামণি’। ট্রেন থেকে নেমে হারিয়ে যায় সে। এক বাড়িতে প্রবেশ করে ঠাকুর বানানোর জায়গা চলে আসে। সেখানে মায়ের চক্ষুদান করে ফেলে অজান্তেই। ছোট দুগ্গামণির হাত দিয়ে মায়ের চক্ষুদান হয়ে যায়।
এদিকে এই বনেদি বাড়ির মা দুর্গার চক্ষুদান করে বাড়ির মালিক। দুগ্গামণির জন্য তার আর চক্ষুদান করা হয় না। বাড়ির সকলে বাচ্চাটিকে বকাঝকা করে কিন্তু বাড়ির ছোট বউ তাকে বাঁচায়। মা দুর্গার থেকে বর পাওয়া ছোট দুগ্গামণি বুঝতে পারে বাড়ির ছোট বউ তাকে দেখে নিজের মেয়ের কথা ভাবছে। এই ভাবেই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের প্রথম এপিসোড দেখে দর্শক বলছেন, ‘অসাধারণ গল্প’। জি-বাংলার অফিশিয়াল চ্যানেলের পেজে এই ধারাবাহিক কেমন লাগল পোস্ট করে জানতে চায় চ্যানেল। আর সেই পোস্টের কমেন্ট বক্সে পজেটিভ প্রতিক্রিয়া জানিয়েছেন সকলেই। এক নেটিজেন লিখেছেন, ‘কি বলবো প্রতিটা গান আর সকলের অভিনয় মা দুর্গা পুজার একটা অনুভূতি দিচ্ছে। মন প্রান সব ভরে গেলো। একটা আলাদাই শান্তি পাচ্ছি’। অন্য এক নেটিজেন জানান, ‘শুরুটা খুব ভালো লাগলো। দুগ্গামনির গানের মধ্যে ভুতুকে খুঁজে পেলাম যেন।’