হয়ে গেল ‘কথা’ ধারাবাহিকের শেষ শুটিং! চোখে জল দর্শকের

কথা ধারাবাহিক

পঞ্চমীতেই শেষ হল স্টার জলসার জনপ্রিয় মেগা ‘কথা’। এই মেগার জায়গা নিতে স্টার জলসার পর্দায় আসন্ন রনিতা দাস অভিনীত ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’, আগামী ৭ অক্টোবর থেকে সন্ধ্যে ৭ টায়। এ কথা আপনাদের আগেই জানিয়েছি।

তবে সকাল হতেই মন খারাপ সকলের। ধারাবাহিকের নায়ক-নায়িকা ‘কথা’ ‘এভি’ কে মিস করবেন দর্শকরা। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেধেই বাজিমাত করেছিলেন সাহেব সুস্মিতা। মেগার শেষ শুটিং-এ কতটা মন খারাপ কথা-এভির?

ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী রাইমা সেনগুপ্ত আনন্দ বাজার কে জানান, “ওঁরা শুটে ব্যস্ত। কিন্তু মন যে খারাপ সেটাও স্পষ্ট। দু’বছর ধরে কাজ করতে করতে আমরা ‘পরিবার’ হয়ে গিয়েছি।”

শুটিং যে-ই শেষ হবে ওঁরাও হয়তো নিজেদের ধরে রাখতে পারবেন না, আন্দাজ অভিনেত্রীর। গত দু’বছর ধরে দুপুরের খাওয়া-দাওয়া জমজমাট ছিল। শেষ দিনেও তাতে ফাঁকি নেই। ভাত, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টির এলাহি আয়োজন। রাতে হয়তো কেক কেটে ‘র‌্যাপ আপ’ ঘোষণা করা হবে। “তখন আর কারও চোখের জল বাঁধ মানবে না”, দাবি রাইমার।