চেষ্টা করেও শেষ রক্ষা হল না, প্রয়াত জনপ্রিয় প্রবীণ অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

রাজু তালিকোট
পুজোর পর একের পর এক ঘটনা ঘটে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সকাল হতেই ফের মন খারাপ সিনেমা প্রেমীদের। ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
চলে গেলেন প্রবীণ কৌতুকাভিনেতা রাজু তালিকোট। তার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা কানাডা ইন্ডাস্ট্রিকে। জানা গিয়েছে, উদুপির মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে অভিনেতা তার আসন্ন ছবির শ্যুটিং শেষও করেছিলেন। তবে মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন, সময় নষ্ট না করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।
রাজু তালিকোট
‘মানসারে’, ‘পঞ্চারঙ্গি’, ‘লাইফ ইজ দ্যাট’, ‘রাজধানী’, ‘আলেমারি’, ‘ময়না’ এবং ‘টোপিওয়ালা’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ‘বিগ বস কন্নড়’-এর সপ্তম সিজনে অংশগ্রহণ করেছিলেন।