ছোটবেলায় মাকে হারান! ‘এত্ত বড় মেয়ে, কিছু কাজ করে না’, ছোটপর্দার স্রোতকে নিয়ে অভিযোগ স্বয়ং বাবার

স্বপ্নীলা চক্রবর্তী

সম্প্রতি ‘দিদি নম্বর ১’র মঞ্চে হাজির ছিলেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের স্রোত ওরফে স্বপ্নীলা চক্রবর্তী। সাথে ছিলেন বাবা স্বপ্নময় চক্রবর্তী। আসানসোলের মেয়ে স্বপ্নীলা, ২০১৮ সালে জয় বাবা লোকনাথ দিয়ে অভিনয়ে ডেবিউ। এরপর কন্যাদান, এক্কা দোক্কা আর এই মুহূর্তে মিঠিঝোরাতে কাজ করছেন অভিনেত্রী।

এদিন ‘দিদি নম্বর ১’র মঞ্চে রচনার সামনেই স্বপ্নীলা প্রতি অভিযোগ জানালেন তার বাবা। অভিনেত্রীর বাবা জানান, ‘আলমারির থেকে খাটে বেশি জামাকাপড় থাকে ওর খাটে’। যা শুনে রচনা বলেন, ‘এত্ত বড় মেয়ে, কিছু কাজ করে না’!

ঘরের কাজ না করলেও সংসারের যাবতীয় দায়িত্ব কিন্তু একা হাতে সামলান ২৪ বছরের স্বপ্নীলা। আর আগেও দিদি নম্বর ১-এ এসে স্বপ্নীলা জানিয়েছিলেন, কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে মা-কে হারান স্বপ্নীলা। তারপর থেকেই জীবনের লড়াই শুরু। তবে মায়ের অভাব কোনদিনই বুঝতে দেয়নি অভিনেত্রীর বাবা। স্বপ্নীলার কথায় জানা যায়, বাবা পেনশন পেলেও পরিবারের আর্নিং মেম্বার একমাত্র তিনিই।