নিত্য নতুন গল্পের ভিড়ে এবার জমজমাট টিভির পর্দা। স্টার জলসার পর্দায় আসছে আরও এক নতুন মেগা সিরিয়াল। যার নাম ‘সংসারে সংকীর্তণ’। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি জমজমাট পারিবারিক গল্পের সিরিজ হতে চলেছে।
আসন্ন মেগার হাত ধরেই এবার ঘরের মেয়ে ঘরে ফিরছেন। দীর্ঘ চার বছর পর আবার জলসার প্রধান মুখ মানালি দে। স্টার জলসার সঙ্গেই মানালির সম্পর্ক সবথেকে পুরনো। ‘বউ কথা কও’ থেকে শুরু করে ‘ধুলোকণা’— তার প্রতিটি কাজই ছিল সুপারহিট।
তবে সবথেকে বড় চমক হলো তার বিপরীতের মানুষটিকে ঘিরে। ‘মহাপীঠ তারাপীঠ’ ও ‘রামপ্রসাদ’-খ্যাত সব্যসাচী চৌধুরীকে দেখা যাবে মানালির বিপরীতে। দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন তিনি।
সব্যসাচী চৌধুরী বরাবরই গম্ভীর বা ভক্তিমূলক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অন্যদিকে মানালি ঘরোয়া এবং চনমনে চরিত্রের জন্য পরিচিত। এই প্রথমবার ফ্যামিলি ড্রামায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন মানালি-সব্যসাচী।
এই মেগার হাত ধরেই বহু বছর পর আবারও ফিরছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ২০২৩ সালে ‘মুকুট’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল তাঁকে। ইতিমধ্যেই এই মেগার প্রোমোর শ্যুটিং হয়ে গিয়েছে। সিরিয়াল প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামিলিয়া প্রোডাকশন।


