‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ৩০০ পর্ব পার! সেলিব্রেশনে মাতলেন গোটা টিম, দেখুন সেই ভিডিও

চিরদিনই তুমি যে আমা

বিতর্ক এড়িয়ে দেখতে দেখতে ৩০০ পর্বে পা দিল জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী শিরীন পাল। আর্য আর অপর্ণা জুটির জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

ধারাবাহিকের ৩০০ পর্বের উদযাপনে মাতল গোটা টিম। শুটিংয়ের শেষে কেক কেটে সেলিব্রেশন করলেন টিম। এদিন অভিনেতা জিতু স্বয়ং লাইভে এসে উদযাপনের সাক্ষী রাখলেন দর্শকদের।

ভিডিওতে সকলকে উল্লাসে সেলিব্রেশন করতে দেখা যায়। সহ-অভিনেতা এবং অভিনেত্রীদের নিজের হাতে কেক খাইয়ে দেন জিতু। এই সেলিব্রেশনের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সিরিয়ালের দর্শকেরা। ভক্তদের সেই মনস্কামনা লাইভে এসে পূরণ করলেন জিতু।