‘এই সিনের পুরো ক্রেডিট জিতু’দার…’, জিতুকে নিয়ে মুখ খুললেন পর্দার সন্তু ওরফে তন্ময় মজুমদার

তন্ময় মজুমদার

অনেক ডামাডোলের পর ছন্দে ফিরেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। খুব শীঘ্রই আসছে আর্য-অপর্ণা’র বিয়ের ট্র্যাক। যা দেখার এতদিন অপেক্ষায় ছিলেন গোটা দর্শক।

এই ধারাবাহিক দর্শকের খুব প্রিয় একটি মেগা। নায়ক-নায়িকার পাশাপাশি, কিংকর, মীরা, সুমী, সতু, রুম্পা, সন্তু চরিত্র ভীষণ জনপ্রিয়। ধারাবাহিকে সকলের চেয়ে আলাদা একটি চরিত্র হল সন্তু। এই চরিত্রটিকে প্রাণ দিয়েছেন অভিনেতা তন্ময় মজুমদার।

সম্প্রতি তার অভিনীত একটি দৃশ্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় চর্চায়। এই দৃশ্য আর্যের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তন্ময়। যেখানে দেখা যায় অপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য সন্তুকে দায়িত্ব দেয় আর্য। সেই সময় আবেগপ্রবণ হয়ে যায় সন্তু, সন্তু কাছে টেনে জড়িয়ে ধরে আর্য। আর এই সিন দর্শকের চোখে জল এনে দেয়।

সেই চর্চিত সিন নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল তন্ময়কে। আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা তন্ময় জানান, “এই সিনটা খুব ভালো লেগেছে। দর্শকের কাছে খুব চর্চা হয়েছে। আর পুরো ক্রেডিটা জিতুদাকে দেবো। ওইভাবে গুচ্ছিয়ে পার্ট করা। এই সিনটা করার সময় মনে হয়নি অভিনয় করছি, মনে হয়েছিল বাস্তব। যেমন ঠিক দাদা-ভাইয়ের হয়”।

তন্ময় আরও বলেন, “জিতুদা প্রশংসা করেছেন। বলেছেন খুব ভালো অভিনয় হচ্ছে। জিতু’দার মাও এই ধারাবাহিক দেখেন ওনারও এই চরিত্রটা খুব পছন্দের।”