দুঃসংবাদ! ফের শোকের ছায়া বিনোদন জগতে, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

বি সরোজাদেবী

বিনোদন জগতে একের পর এক মৃত্যুর খবর। ইন্ডাস্ট্রিতে ফের আরও একবার শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সেই সিনেমায় জগতে ডেবিউ করেছিলেন এই অভিনেত্রী। ১৯৫৫ সালে মহাকবি কালিদাস ছবির মাধ্যমে পেয়েছিলেন জনপ্রিয়তা। শুধু তাই নয়, এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন তিনি।

১৪ জুলাই, সোমবার সকালেই বেঙ্গালুরুতে নিজের বাস গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণী অভিনেত্রী বি সরোজাদেবী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এই ৪ ভাষায় মোট ২০০ বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডে কাজ করেছেন দিলীপ কুমার, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে।

বি সরোজাদেবী

সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে X হ্যান্ডেলে রাজনৈতিক তারকা খুশবু সুন্দর লেখেন, ‘একটি স্বর্ণযুগের অবসান হল। সরোজাদেবী আম্মা সব সময় সেরা ছিলেন। দক্ষিণ ফ্লিম ইন্ডাস্ট্রির আর কোনও অভিনেত্রী তাঁর মতো জনপ্রিয়তা পাননি।’

সুত্রঃ https: // bangla. hindustantimes. com/