
ফের আবারও শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে। বছরের মাঝে আবারও দুঃসংবাদ। প্রয়াত চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ বছরের কেরিয়ারে চার দশকেরও বেশি সময় ধরে ৭৫০ এর বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১৫ সালে ভারতীয় ছবিতে অবদানের জন্য তাকে ‘পদ্মশ্রী’ সম্মানেও ভূষিত করা হয়।
তবে পর্দায় বেশিরভাগ সময় খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অভিনেতার মৃত্যুতে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রবিবার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। যার কারণে অভিনেতার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। অভিনেতার পরিবার থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। অভিনেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকবার্তা জানিয়েছেন অনুরাগীরা।