টানা ৫ বছরের জার্নি এবার ইতি টানতে চলেছে। আচমকাই শেষ হয়ে যাচ্ছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। দেড় হাজার পর্ব পেরিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক। মন খারাপ সারদামণি এবং জগদম্বার।
ধারাবাহিকের শুরুতে মুখ্য চরিত্রে ছিলেন রানিমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার হাত ধরেই জনপ্রিয়তা এসেছিল এই ধারাবাহিকের। দর্শক প্রশংসাও কুড়িয়েছে। রানী রাসমণির মৃত্যুর পরে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণে উত্তরণ এবং মা সারদামণির জীবনের ঘটনা নিয়ে ধারবাহিকে ‘উত্তম পর্বের’ জার্নি শুরু হয়।
কিন্তু এবার ধারাবাহিকের নির্মাতারা সিরিয়াল শেষ করার সিধান্ত নেন। 7 ই ফেব্রুয়ারি ধারাবাহিকের শেষ শুটিং। টিভির পর্দায় সম্প্রচারের শেষ তারিখ ১৩ ই ফেব্রুয়ারি।
View this post on Instagram
ধারাবাহিক শেষ হওয়ার খবর পাওয়া মাত্র বিষন্ন ‘সারদামণি’ সন্দীপ্তা সেন। নিজের অভিজ্ঞতার শেয়ার করে এই অভিনেত্রী জানায়, সারদামণির চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথমে ভয় পেয়েছিলেন সন্দীপ্তা। দর্শক এই চরিত্রে তাকে মেনে নিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল তার। কিন্তু অভিনেত্রী এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। তবে সন্দীপ্তার আক্ষেপ একটাই, আরও একটু সময় পেলে মা সারদামণিকে আরও ভালোভাবে মেলে ধরতে পারতেন তিনি।
অন্যদিকে সন্দীপ্তা সেনের মতোই মন খারাপ অভিনেত্রী মিমি দত্তের। জগদম্বার চরিত্রটি রোশনী ভট্টাচার্য ছেড়ে যাওয়ার পর এই চরিত্রে সুযোগ পেয়েছিলেন মিমি। জগদম্বার চরিত্রে তার জার্নি সবেমাত্র শুরু হয়েছে। তবে বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। অন্যদিকে দর্শকও মিস করবেন এই ধারাবাহিক, এমনটাই মন্তব্য করেছেন তারা।
সূত্রঃ hoophaap . com/korunamoyee-rani-rashmoni-going-to-off-air-soon/62694/