স্বপ্ন ছিল বক্সার হওয়া! ভারতীয় রেলে চাকরি ছেড়ে অভিনয় জগত, প্রথমে বড়পর্দায় কদর না পেলেও আজ ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন

প্রতীক সেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন প্রতীক সেন। ‘মোহর’ ধারাবাহিকের হাত ধরে কিন্তু তিনি জনপ্রিয়তা পাননি বরং দর্শক তাঁকে চিনেছিল ‘খোকাবাবু’ হিসাবে। তবে ‘মোহর’ ধারাবাহিক এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। নিজের অভিনয় দক্ষতার জন্য ছোটপর্দার দর্শক তাঁকে দু-হাত ভরে ভালোবাসা দিয়েছেন। তবে অভিনেতার গুণ থাকলেও প্রতীক সেনের জীবনে ভাবনা ছিল অন্য। তাঁর স্বপ্ন ছিল বক্সার হওয়ার। কিন্তু ভাগ্য তাঁকে অভিনয় জগতে নিয়ে এসেছে।

প্রতীক সেন

হয়তো অনেকেই জানেন না, অভিনেতা পরিবারের লোকজন এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। প্রতাপ সেন এবং অনুরাধা সেনে ঘরে জন্মগ্রহণ করেন প্রতীক। তাঁর ঠাকুরদা ছিলেন জলীবরণ সেন চিত্রপরিচালক। এমনকি মায়ের বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তাঁর আত্মীয় দেবকীকুমার বসু। সেক্ষেত্রে তাঁর রক্তে রয়েছে অভিনয়। তবে প্রতীক সেনের ইচ্ছে ছিল বক্সার হওয়ার। এমনকি রাজ্য স্তরে চ্যাম্পিয়ানও হয়েছিলেন।

একসময় ভারতীয় রেলে চাকরি করতেন এই অভিনেতা। তবে মায়ের পরামর্শে চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন প্রতীক। অভিনেতা অভিনয় জীবন শুরু হয়েছিল বড়পর্দার হাত ধরে কিন্তু সেখানে তেমন কদর পায়নি। বেশ কিছু ছবিতে অভিনয় করেও মেলেনি সাফল্য। তবে হাল ছেড়ে দেননি। এরপর ছোটপর্দার জন্য নিজেকে তৈরি করেন। ছোটপর্দায় ‘খোকাবাবু’র হাত ধরেই দর্শকের মন জয় করে। আজ তাঁর অনুরাগীদের কাছে তিনি অনুপ্রেরণা। বড়পর্দায় সাফল্য না পাওয়া ছেলেটি নিজের পরিশ্রমে আজ ছোটপর্দায় সর্বত্র খ্যাতি লাভ করেছেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here